News Archives - Dnet

Workers’ Access to Justice event concludes in Dhaka

October 23, 2023

21 Oct 2023, 11:56 PM

A two-day-daylong event on Workers’ Access to Justice, the first of its kind in Bangladesh, concluded in Dhaka on Saturday.

The program was organized by BLAST and Dnet in partnership with the Rule of Law Collaborative at the University of South Carolina.

The event focused on developing innovative methods to create pathways for workers’ access to justice in Bangladesh. A Judges’ Panel led by MA Awal, chairman (in-charge) of the Labour Appellate Tribunal, selected the winner after reviewing presentations by five competing teams.

The winning multi-disciplinary team was awarded for its proposal on Justice Delayed is Justice Denied: Resolving the Labor Court Crisis.

The event aimed to harness the expertise and creativity of participants to generate actionable ideas and solutions—including out-of-the-box approaches on five focus areas:

1. Business and Labor Rights: Leveraging the private sector to enhance justice processes

2. Bridging the Gap: Improving the Justice Journeys of Formal and Informal Workers.

3. Justice modernization and innovation: Enhancing the enforcement of labour laws through the lens of 21st-century tools.

4. Justice delayed is justice denied: Resolving the labour court crisis.

5. Workers’ Rights and Climate Justice: Intersectional Human Rights.

Participants were involved as competitors, mentors, and judges and each of the five teams included lawyers, entrepreneurs, and tech professionals with an interest in promoting workers’ rights.

Representatives from trade unions and labor rights groups, alongside lawyers and academics, served as mentors in order to ensure that the ideas developed took into account workers’ needs and experiences in addition to providing professional guidance to the competitors based on their professional and academic perspectives.

The judges ‘panel comprised MA Awal, chairman of the Labour Appellate Tribunal, Sadaf Saaz Siddiqi, an entrepreneur and business leader, Maheen Sultan, senior research fellow at BRAC Institute of Governance and Development, Shahadat Hossain, executive director of DNET, and Nurul Alam, member of the Board of Trustees of BLAST.

Staff Reporter

Dhaka Tribune

21 Oct 2023, 11:56 PM

 

শ্রমিকদের ন্যায়বিচার পাওয়ার পথ সহজ করা নিয়ে ‘হ্যাকাথন’

October 23, 2023

২২ অক্টোবর ২০২৩, ১৩: ৪২

ন্যায়বিচারে শ্রমিকদের প্রবেশাধিকার-বিষয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ‘হ্যাকাথন’ অনুষ্ঠিত হয়েছে। এতে ‘বিলম্ব ন্যায়বিচারকে অস্বীকার করে: শ্রম আদালতের এ-সংক্রান্ত সংকটের সমাধান’ বিষয়ে উদ্ভাবনী ধারণা উপস্থাপনকারী দল বিজয়ী হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০ থেকে ২১ অক্টোবর ঢাকায় এই ‘হ্যাকাথন’ অনুষ্ঠিত হয়। হ্যাকাথনে বাংলাদেশে ন্যায়বিচারে শ্রমিকদের প্রবেশাধিকারের পথ সহজ করতে উদ্ভাবনী ধারণার ওপর গুরুত্ব দেওয়া হয়।

হ্যাকাথনের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডিনেট)। সহযোগিতায় ছিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনার রুল অব ল কলাবরেটিভ (আরওএলসি)।

হ্যাকাথনের লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কর্মযোগ্য ধারণাসহ সমাধান তৈরি।

মোট ৫টি ক্ষেত্র এই হ্যাকাথনে নির্বাচিত করা হয়। এগুলো হলো—

  • ব্যবসা ও শ্রম অধিকার: ন্যায়বিচার প্রক্রিয়া উন্নত করতে বেসরকারি খাতকে কাজে লাগানো।
  • ব্যবধান পূরণ: আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক শ্রমিকদের ন্যায়বিচারপ্রাপ্তির পথ উন্নয়ন করা।
  • ন্যায়বিচার প্রক্রিয়া আধুনিকীকরণ ও উদ্ভাবন: ২১ শতকের উপায়-উপকরণের মাধ্যমে শ্রম আইনের প্রয়োগ উন্নত করা।
  • বিলম্বিত বিচার হলো ন্যায়বিচার অস্বীকার: এ-সংক্রান্ত শ্রম আদালতের সংকট সমাধান করা।
  • শ্রমিকদের অধিকার ও জলবায়ু ন্যায়বিচার: ইন্টারসেকশনাল হিউম্যান রাইটস।
    আইনজীবী, আইনের শিক্ষার্থী, উদ্যোক্তা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ব্যবসা প্রশাসনের পেশাজীবীর সমন্বয়ে গঠিত ৫টি দল হ্যাকাথনে অংশ নেয়।

হ্যাকাথনে অংশগ্রহণকারী প্রতিটি দলের প্রতিযোগী, পরামর্শদাতা, বিচারক—প্রত্যেকে শ্রমিকদের অধিকার প্রচারে আগ্রহ প্রদর্শন করেন।

আইনজীবী, ট্রেড ইউনিয়ন ও শ্রম অধিকার গোষ্ঠীর প্রতিনিধি হ্যাকাথনে পরামর্শদাতা (মেন্টর) হিসেবে প্রতিটি দলকে সহায়তা করেন। এর লক্ষ্য ছিল, যাতে উদ্ভাবিত ধারণাগুলো পেশাগত অভিজ্ঞতা ও একাডেমিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বাস্তবে রূপ নিতে পারে।

মেন্টরদের মধ্যে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অনিক আর হক, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ও ঢাকার শ্রম আদালতের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সিনিয়র লেকচারার নাবিলা ফারহিন, লিগ্যাল সার্কেলের সিনিয়র অ্যাসোসিয়েট ও আইনজীবী পুষ্প রহমান, ডিনেটের হেড অব টেকনোলজি আন্দালিব বিন হক।

প্রতিটি দল নির্ধারিত বিষয়ে শ্রমিকদের ন্যায়বিচার পাওয়ার সমস্যার সমাধানে কাজ করে। দলগত কাজের পর তারা উদ্ভাবিত ধারণাগুলো বিচারক প্যানেলের কাছে উপস্থাপন করে।

বিচারক প্যানেলে ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান এম এ আউয়াল, উদ্যোক্তা-ব্যবসায়ী নেতা সাদাফ সাজ সিদ্দিকী, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র রিসার্চ ফেলো মাহিন সুলতান, ডিনেটের নির্বাহী পরিচালক এম শাহাদাত হোসেন ও ব্লাস্টের বোর্ড অব ট্রাস্টি নুরুল আলম।

 

নিজস্ব প্রতিবেদক
প্রথম আলো
 ২২ অক্টোবর ২০২৩, ১৩: ৩৬

‘ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট ও মানহানি বিষয়ে সবচেয়ে বেশি মামলা’

May 3, 2023

০৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০

ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট ও মানহানি বিষয়ে সবচেয়ে বেশি মামলা করা হচ্ছে; কিন্তু মামলার অগ্রগতি কম। গতকাল সোমবার ঢাকার বারিধারায় অ্যাস্কট দ্য রেসিডেন্স ভবনে ‘অ্যাডভোকেসি ডায়ালগ : অ্যাওয়ারনেস অ্যান্ড প্রটেকশন অব ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড রাইটস’ শীর্ষক কর্মশালায় এই তথ্য উঠে আসে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে, ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডমের যৌথ আয়োজনে ‘ফস্টার রেসপনসিবল ডিজিটাল সিটিজেনশিপ টু প্রমোট ফ্রিডম অব এক্সপ্রেশন ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের ইন্টারনেট সচেতনতা, ইন্টারনেটে সুরক্ষা, দায়িত্বশীলতার সঙ্গে স্বাধীন মত প্রকাশ, ডিজিটাল নিরাপত্তা আইন, ডিজিটাল অপরাধ, অনলাইনে ব্যক্তি পরিচয়, মিথ্যাচার ও ভুল খবর প্রচার এবং এসংক্রান্ত অনেক বিষয়ে আলোচনা হয়।

আর্টিকল ১৯-এর আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সল বলেন, বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের নির্দিষ্ট সংজ্ঞা থাকা জরুরি ছিল। কোন বিষয়গুলো ভাবমূর্তির মধ্যে পড়বে বা ক্ষুণ্ন হবে না, তাও উল্লেখ করলে জনসাধারণের জন্য বুঝতে সহজ হতো। একই সঙ্গে সাইবার নিরাপত্তা ও সাইবার অপরাধ শব্দগুলোর পরিষ্কার ব্যাখ্যা থাকা দরকার।

নিজস্ব প্রতিবেদক
কালের কণ্ঠ
০৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০

Workshop on awareness and protection of digital citizenship and rights held

May 3, 2023

6th December, 2022 06:55:00 PM Print news

 

A daylong workshop titled ‘Advocacy Dialogue: awareness and protection of digital citizenship and rights’ was held at a hotel in the capital on Monday.

DNET and the Friedrich Naumann Foundation for Freedom jointly organised the workshop under the project ‘Foster Responsible Digital Citizenship to Promote Freedom of Expression in Bangladesh’, funded by the European Union (EU).

At the beginning of the workshop, Md Saimum Reza Talukder, Senior Lecturer of School of Law at BRAC University, presented the advocacy brief prepared under this project.
Later, he conducted a lively brainstorming session with all the participants, on various suggestions mentioned in this brief. Various suggestions for making Bangladesh’s online world more supportive of young citizens emerged from the discussion.

The workshop was attended by eminent lawyers and media representatives who gave various suggestions to bring about positive change in society.

Faruq Faisel, Regional Director of Article 19, said that “It was important to have a specific definition of Digital Security Act in Bangladesh. The definition of the image and the elements of the image should be clarified for the better understanding of the people.”

“At the same time, the terms cyber security and cybercrime need to be clearly defined. If it is not implemented properly, it will bring ignominy for Bangladesh” he added.

At the programme, lawyers said posting offensive pictures on Facebook and defamation cases are the most common. But the progress of the case is slow.
Md Saimum Reza Talukder, Senior Lecturer of School of Law at BRAC University, said “this project is working with the aim of helping the young generation of Bangladesh to become responsible digital citizens and constructively develop the spirit of expressing opinions spontaneously among them.”

M Shahadat Hossain, the executive director of DNET, said “All levels of society should work to provide opportunities for young people to exercise their rights in the digital world and to acquire the skills to use the online world responsibly in the work of nation building. Only then can we ensure a sustainable future for our country in this digital era.”

The workshop covers internet awareness, safety on the internet, expressing opinions with responsibility, digital law, digital crime, online identity, spreading false and fake news and many more.

All the participants in the workshop gave various effective and practical suggestions to ensure free and safe movement in the digital world with the help of this project initiative.

 

Ahmed Ullah

Staff Correspondent

Daily Sun

06.12.2022

Dnet teaches girls English on digital devices

May 3, 2023

Non-government agency Dnet (Development Research Network) and the British Council are working together to improve digital device skills and teach professional English to teenagers.

This privately run institution is continuing this work by forming 50 lubs in 3 districts – Manikganj, Chattogram and Lalmonirhat – with girls aged 13 to 19 years under this project named ‘English and Digital for Girl Education’ (EDGE) in some selected schools.

Started from October 2021, the project will work till December 2023.

Besides, 100 club leader groups have been formed to teach women students. The clubs have a total of 1100 members.

“Here we can learn new English words with fun, and read with fun. On the one hand, as I am able to practice English, our knowledge base is also increasing,” Tanima Mehnaz Tanisha, a member of Khalilur Rahman Club 2 of Patia Upazila of Chittagong, was talking about the learning experience. She is a 9th-class student of Khalilur Rahman High School

Umme Sufia Shirin, a seventh-grade student of the same institution, says, “It is important to learn English to learn how to use modern devices like desktops, laptops, and mobile phones.”

Besides, she continued, English education is necessary to go to other countries of the world and exchange ideas with the people of those countries.

According to Dnet sources, one laptop and modem have been provided to each club. In these clubs, elected team leaders play the role of teachers. The team leaders were trained here by British Council EDGE Project Trainers. Team leaders teach their classmates.

In this project, social awareness, problems and their solutions are taught to teenagers in which citizenship, communication, cooperation, creativity, critical thinking etc.

Sahelee Jamila Naz, EDGE Program Manager- British Council, said, “Today’s teenagers will hold responsible positions in our society tomorrow. We believe that students will have the opportunity to apply leadership skills in their personal and professional lives under the EDGE programme of this project.”

He further said, “EDGE project is helping the youth of this generation to prepare.”

Project director ATM Kamrujjaman said that in this era of information technology, skills in using digital devices are essential, so is learning English. Today’s world is called ‘Global Village’. In order to be a part of this ‘global village’, students of Bangladesh need to know both English language and digital device skills.’

He also said that the socio-economic context of Bangladesh is still not favorable for women.

“I hope this programme will play a big role in preventing child marriage through education of underprivileged girls and making them self-reliant and self-confident by acquiring IT skills,” he added

Dnet Executive Director M Shahadat Hossain, said, “Internet browsing, MS Office, safe internet use, awareness of rumors spread through social media, digital security etc are being taught in this information technology education.

Currently, classes in 30 subjects of the foundation phase of the club’s 18-month curriculum are being held in the clubs. Each club member is given a club workbook based on the topics, along with a separate PGL handbook for team leaders on how to take the class and what the team leader’s role will be from the project. Classes are held two days a week in each club and each class lasts for 2 hours, whose attendance is also taken digitally through an excel sheet linked to each laptop. M. Shahadat Hossain also said that the peer leader takes attendance at the end of the class.

Dnet (Development Research Network) is a non-profit organization, which envisages the use of information and communication technology (ICT) for the economic development of Bangladesh. Dnet’s mission is to undertake research and various programs in the areas, where information and knowledge can contribute to poverty alleviation, economic growth and peace.

 

Staff Reporter
The Business Standard
28 October, 2022, 09:05 pm

Young users of digital platforms feel uncomfortable sharing their views

January 30, 2023

FE ONLINE REPORT | Published:  December 27, 2022 19:49:58 | Updated:  December 27, 2022 21:07:45


 

 

Young users of digital platforms feel uncomfortable sharing their views

Young users on digital platforms feel uncomfortable sharing their thoughts on issues like the growing price hike of commodities out of fear of being harassed or coming under the digital security act, said a new survey.

The new findings were shared at an event on Tuesday in Dhaka. The survey also said that young users, mostly university students, want to avoid social media platforms to post their thoughts regarding political and religious issues.

Students on university campuses are aware of some recent examples of their surroundings where some of them faced harassment or legal action under the Digital Security Act for sharing concerns that may have displeased other users, according to the survey.

Under the joint funding of the European Union (EU) and the Friedrich Naumann Foundation for Freedom, DNET organized the seminar entitled “Lesson Learnt Seminar on Fostering Responsible Digital Citizenship.”

Prof Rabiul Islam of the University of Rajshahi who was involved in the survey said that there are some internal and external factors which pressurise users and helped develop fear or discomfort.

“Internal factors include—family pressure. Families don’t want their children to face any discomfort or harassment. Self-concern or awareness among users push them not to share these selective issues as some people who earlier shared such concerns on social media faced legal harassment,” he added.

External pressure which causes discomfort in sharing thoughts includes–political pressure and torture, police or law enforcement interrogation and online bullying, he described.

“Parents, guardians, and teachers can guide youth in their care to express themselves freely and safely in the digital space,” he suggested.

Rumki Farhana, senior programme officer of ARTICLE 19- Said, evidentially the DSA is being abused as a weapon of legal harassment to the journalists and communicators than playing the role of protection which is even second by the law minister.

Any act or policy shall be developed with a multi-stakeholder approach ensuring maximum exclusivity including collective insights and input rather than analyzing later on going through negative experiences, she added.

Executive director of DNET M. Shahadat Hossain said, through the FRDC project, many young people have been able to learn about exercising their rights safely in the digital world.

Nazmul Hossain, the country representative of the Friedrich Naumann Foundation for Freedom (FNF Bangladesh) and Taif Hossain, program manager of the European Union, spoke at the event among others.

 

Nuzmus Sakib

Staff Reporter

Financial Express

nsrafsanju@gmail.com

DNET, British Council trains 1,200 girls English, technology

January 29, 2023

British Council Girls Education

Tribune Desk

January 26, 2023 7:17 PM

DNET and British Council have collaborated to provide English and digital education skills for 1,200 girls in Manikganj, Chittagong and Lalmonirhat through the “English and Digital for Girls Education (EDGE)” project.

The project is being financed by Hong Kong Shanghai Banking Corporation (HSBC).

Before starting the third phase of this project, training of peer group leaders was organized for three days from January 17-25 in the three districts, according to a press release.

Two Peer Group Leaders (PGLs) from each club participated in this three-day training, totaling 100 people. The training sessions were conducted by expert trainers from the British Council.

The information technology education in the training includes internet browsing, MS office, safe internet use, awareness of social media rumours, digital security, etc.

For social awareness, Meena cartoons (English version) are shown, where teenagers can see various social problems and solutions. Later they can discuss the problems among themselves.

The 21st-century skills such as citizenship, communication, collaboration, creativity, critical thinking, etc, are taught in this training which will help them to make informed and responsible decisions in their daily life and contribute to bring positive changes in society.

Through the clubs, teenagers will discuss various issues of English practice, digital education practice, social awareness and learn about various income-generating initiatives. As a result, adolescent girls will become socially and economically self-reliant and will be able to contribute at various levels of the state. Adolescents will also become proficient in leadership development.

In this regard, Maisha Farzana, coordinator of the EDGE project and assistant manager of DNET, said: “Our aim is to create a supportive environment for their development and skill acquisition.”

The executive director of DNET M Shahadat Hossain said that there is no alternative to information technology skills and English education for the women of Bangladesh to keep pace with the world.

He also said: “If we can later spread this project to schools all over Bangladesh, it will be our achievement.”

 

Abdullah Al Mamun

Staff Reporter

Dhaka Tribune

The terrible experience of youths in the cyber world

November 10, 2022

Joba Chakma (pseudonym) is a fourth-year student at Jahangirnagar University. She was harassed on social media, just for having the title ‘Chakma’ with her name. She even removed the Chakma surname from his personal Facebook profile out of fear and anger.

She said, “If I had commented on any public post, many people sent me friend requests. They used to knock on the messenger. If I did not answer, they would abuse me, send porn videos, and add me to bad Facebook groups.”

“At one stage, I started replying on social media and messenger. But it is the opposite; even more personal attacks” said Joba Chakma.
Both her studies and personal life suffered due to these reasons. Later, she started suffering from severe depression. But now she has learned to handle herself after joining a wonderful venture.

Joba Chakma said, “From the Fostering responsible digital citizenship (FRDC) project she learned what to do if she is harassed online, and how to express herself in a healthy way that does not hurt others.”

“Besides, I learned about digital footprint and legal assistance against those who cannot take constructive criticism,” she added.

She said “Now I know how to express my opinion responsibly in an independent and constructive way. I also know how and what to comment on in any place. This project has helped many students, not just Joba Chakma, to navigate the internet world with awareness, especially how to use social media effectively.”

Funded by the European Union (EU), the project is jointly implemented by Dnet and the Friedrich Naumann Foundation for Freedom. Around 4000 youths have been connected under the FRDC project so far.

Basically, in this country, social media users are seen to be victims of cyberbullying due to religion, caste, or gender.
Bhaskar De Dhraba, a university student, was harassed during Durga Puja in 2021.

On the morning of the Maha Ashtami of Durga Puja in October, 2021, the Holy Quran Sharif is seen in the temporary puja mandap on the north bank of Nanua Dighi in Comilla city. After that, a group of people attacked the mandap, accusing it of desecrating the Quran. There was widespread vandalism.

Bhaskar de Dhruba claimed that while presenting counter-arguments in the comments of others’ Facebook posts as a Hindu, he got the offensive words.

Dhruba said, “Many people bully me about my religion even under the guise of joking. During the puja, some of my friends make bad comments when I post pictures of idols on Facebook, which feels bad.”

He said that he learned about media and information literacy from the FRDC project of Dnet. He got proper guidance in these matters by taking free courses on digital citizenship from the project website https://www.digitalcitizenbd.com.

Dhruba also said that by taking FRDC project courses, he learned about some laws, which he had no idea about before. He learned that it is a criminal offence to threaten someone in the cyber world. Being aware of these laws, he is able to avoid breaking the law unknowingly, so he can take action against someone who commits an offence against him.

Not only with name and religion, but also with physical structure and clothes, many people are victims of bullying through social media. Besides, many people are bullied online or offline due to being physically ‘fat’.

Dhruba said, “There was a time when I was afraid to upload pictures due to fear of bullying. I was also trying to lose weight. But now I have come out of that panic.”

University student Ira said “I am afraid to upload pictures on Facebook for fear of body shaming. Since I am very skinny, I upload temporary (for a short time) pictures in fear of who will comment on how I look in the dress.”

Fostering responsible digital citizenship (FRDC) launched its educational website in 2020. The first educational website on digital citizenship education in Bangladesh. This website is helping the young generation to become responsible citizens by creating a culture of positive communication in the digital world and encouraging them to express their opinions freely and safely online.

The website consists of eight free courses designed to teach students the ways in which they can interact in the virtual environment in a safe, positive, and competent manner. After successfully completing the free courses, you will get an online certificate, which can be downloaded from the profile page.

Asif Ahmed Tanmoy, Joint Director of Dnet, said “A digital citizenship handbook and e-learning website have been created for the purpose of the FRDC project. Directly conducting various activities in 3 public universities and 2 private universities of Dhaka and Rajshahi in which 100 teachers and 4000 students have been added so far.”

M Shahadat Hossain, Executive Director of Dnet, said “Digital media is used for derogatory and fraudulent purposes. Religious minorities, minority ethnic groups, the LGBT community and free thinkers are victims of online harassment and threats.

“To solve this problem, an advocacy brief has been prepared to bring about positive change in society based on discussions with FRDC project experts, lawyers, journalists and policymakers” he added.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ে এখন আরও বেশি সচেতন!

March 30, 2022

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র অর্থায়নে, ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম যৌথভাবে ‘Foster Responsible Digital Citizenship to Promote Freedom of Expression in Bangladesh’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ডিজিটাল সিটিজেন হতে সহায়তা করা এবং তাঁদের মাঝে গঠনমূলক ভাবে স্বাধীন মত প্রকাশের চেতনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রকল্পের সূচনা।

এই প্রকল্পের অংশ হিসেবে, ২২ ও ২৩ মার্চ, ২০২২ ডিজিটাল সিটিজেনশিপ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে লার্নিং সেশনের উদ্বোধন ঘোষণা করা হয়। এই দুই দিনে চারটি লার্নিং সেশনে অংশগ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১০০ জনের অধিক কৃতি শিক্ষার্থী। মার্চ ও এপ্রিল মাস জুড়েই এই বিষয়ে শিক্ষার্থীদের সাথে পিয়ার লার্নিং কার্যক্রম চলমান থাকবে।

উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া।

সেশনে আরও বক্তব্য রাখেন, ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডমের কান্ট্রি ডিরেক্টর উলফগ্যাং হাইঞ্জ ও প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সালওয়া জাহান। অর্ধ বেলার লার্নিং সেশনগুলো পরিচালনা করেন ডিনেটের পক্ষ থেকে নিয়াজ ইসলাম আরিফ এবং সেশনটিতে সঞ্চালকের ভূমিকা পালন করেন ডিনেটের আসিফ আহমেদ তন্ময়।

লার্নিং সেশনে ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতার বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করা হয়। যাহা তাঁদের প্রাত্যহিক জীবনে সচেতন ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে সহায়তা করবে ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা সেশনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন এবং নিজ জীবনে এই শিক্ষার প্রতিফলন ঘটাতে উৎসাহী হন।

এই লার্নিং সেশনে অংশগ্রহণের পর উপস্থিত শিক্ষার্থীরা মার্চ ও এপ্রিল মাস জুড়ে ডিনেট-এর তত্ত্বাবধানে তাঁদের সহপাঠীদের সাথে ২০০ এর অধিক পিয়ার লার্নিং সেশন পরিচালনা করবেন, যার প্রতিটিতে চার থেকে পাঁচজন শিক্ষার্থী উপস্থিত থাকবেন।

এই পিয়ার লার্নিং সেশনগুলোতে অন্যান্য শিক্ষার্থীরা ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন শিক্ষণীয় বিষয় জানতে পারবেন এবং একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে বিশ্লেষণধর্মী চিন্তা চর্চার পদ্ধতি সম্পর্কে জানবেন। যা তাঁদের ডিজিটাল দুনিয়ায় বিচরণের ক্ষেত্রে আচরণগত পরিবর্তন এনে একজন গর্বিত ডিজিটাল নাগরিকে পরিণত হতে সহায়তা করবে।

ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডমের কান্ট্রি হেড উলফগ্যাং হাইঞ্জ বলেন বাংলা (অনুবাদ), ‘ভবিষ্যতের গণতন্ত্র হবে ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। প্রবীণ জনগোষ্ঠীকে এর সাথে অভ্যস্থ করা কিছুটা দুরূহ তাই আমরা আপনাদের মতো তরুণদের নিয়ে কাজ করছি যারা সমাজে পরিবর্তন আনার মূল চালিকাশক্তি ও ভবিষ্যতের সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার কারিগর।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ, ২০২২-এ অংশগ্রহণ করতে পারবেন প্রকল্পের ওয়েবসাইট https://www.digitalcitizenbd.com/-এর আটটি কোর্সের কুইজে নিয়মিতভাবে অংশগ্রহণের মাধ্যমে। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তাঁরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার।

এই শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো থেকে শিক্ষার্থীরা ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন শিক্ষণীয় বিষয় জানতে পারবেন।

এ ছাড়াও একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে বিশ্লেষণধর্মী চিন্তা চর্চার পদ্ধতি সম্পর্কে জানবেন। যা তাঁদের ডিজিটাল দুনিয়ায় বিচরণের ক্ষেত্রে আচরণগত পরিবর্তন এনে একজন গর্বিত ডিজিটাল নাগরিকে পরিণত হতে সহায়তা করবে।

রুহুল আমীন খন্দকার,স্টাফ রিপোর্টার
মার্চ ২৩, ২০২২ ১১:২৩ অপরাহ্ণ

বেসিসের পুরস্কার পেলেন ১০ নারী ও ৩ প্রতিষ্ঠান

April 11, 2022
বেসিসের পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা। আজ রাতে ঢাকায়

ব্যক্তিগত জীবনে অসামান্য সাফল্য ও নারীদের কর্মক্ষেত্রে উৎসাহিত করার জন্য আজীবন সম্মাননা পেয়েছেন গ্রাফিক পিপল ও অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী। বেসিসের পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, বাংলাদেশ পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আমেনা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক হাসিনা খান, এসবিকে টেক ভেঞ্চারস ও এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, ইউনাইটেড হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের পরামর্শক রওশন আরা খানম, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়রা আজম, ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা।

এ ছাড়া বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ নারী কর্মীর সংখ্যার হিসাবে বিপিও কোম্পানি বিভাগে জেনেক্স ইনফোসিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান বিভাগে বিজেআইটি এবং পুরুষ ও নারী অনুপাতে সোশ্যাল এন্টারপ্রাইজ বিভাগে ডিনেট এই পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লুনা শামসুদ্দোহাকে শ্রদ্ধা জানিয়ে ‘অর্থনীতিতে নারীর অবদান ও অংশগ্রহণ’ শীর্ষক প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আলোচনায় তিনি বলেন, নারীদের জন্য সুযোগ তৈরি করতে হবে। একইসঙ্গে সক্ষমতাও অর্জন করতে হবে। নারীদের জন্য কাজ করতে হবে। তা হলেই নারীরা এগিয়ে যাবে।

আলোচনায় শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন, নারীকে চলার পথে অনেক বাঁধা পার হতে হয়। নারী উন্নয়নে আমরা এগিয়েছি অনেক দূর। তৈরি পোশাকশিল্পে এখন নারীর অংশগ্রহণ ৭৫ শতাংশ। কৃষিসহ সব কাজে নারীরা আছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, পোশাকশিল্পসহ নারীদের অংশগ্রহণ এখন সব জায়গায়।

প্যানেল আলোচনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, নারীরা তথ্যপ্রযুক্তিতে কাজ করবে এমনই স্বপ্নই ছিল লুনা শামসুদ্দোহার। আমাদের ১৫ শতাংশ নারী আইসিটি খাতে কাজ করছেন। সামনে এই হার আমরা ৩০ শতাংশে নিয়ে যাব।

বাংলাদেশে কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়ার্ড, বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী, বাংলাদেশ এনভায়রনমেন্ট ল’ইয়ারস অ্যাসোসিয়েশনের (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান আলোচনায় অংশ নেন। সঞ্চালক ছিলেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ।

উল্লেখ্য, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রণী উদ্যোক্তা লুনা শামসুদ্দোহা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে প্রথম নারী চেয়ারম্যান হিসেবে জনতা ব্যাংকে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) প্রতিষ্ঠাতা সভাপতি লুনা শামসুদ্দোহা বেসিসের কার্যনির্বাহী কমিটির পরিচালকও ছিলেন। গত বছরের ১৭ ফেব্রুয়ারি তিনি মারা যান।